এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথমপত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ০৬ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২০. তোমার দৈনন্দিন জীবনে হিসাববিজ্ঞান কিভাবে সাহায্য করে থাকে?
(ক) অধিক অর্থ উপার্জনে উৎসাহ দিয়ে
(খ) ব্যবসায় সম্পর্কে জ্ঞান দান করে
(গ) বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার শিখিয়ে
(ঘ) হিসাবরণ ও ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
২১. আভিধানিক অর্থে ‘হিসাব’ বলতে কী বোঝায়?
(ক) যাচাই করা (খ) গণনা করা
(গ) পরীা করা (ঘ) বাছাই করা
২২. হিসাববিজ্ঞানের ক্রমবিকাশের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
২৩. 'Summa-De Arithmetica Geometrica Proportioniet Proportionalita'- বইটি কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৪৯২ সালে (খ) ১৪৯৩ সালে
(গ) ১৪৯৪ সালে (ঘ) ১৪৯৫ সালে
২৪.কোনটির ওপর ভিত্তি করে বর্তমান হিসাব ব্যবস্থা বিবর্তিত হয়েছে?
(ক) হিসাবরণের সত্তা নীতি (খ) পূর্ণ প্রকাশ নীতি
(গ) মালিকানা সত্তা বিবরণী (ঘ) দু’তরফা দাখিলা পদ্ধতি
২৫.“সকল প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাববিজ্ঞান বলা হয়।”- উক্তিটির প্রবক্তা কে?
(ক) আর.এন. কার্টার
(খ) মনীষী গর্ডন শিলিংলো
(গ) অধ্যাপক জে. বেটি
(ঘ) ফ্রান্সিস ডব্লিউ.প্রিক্সলি
উত্তর : ২০. ঘ, ২১. খ, ২২. গ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. ঘ।